
খন্ড খন্ড মেঘ গুলো জড়ো করে রেখেছি এই আষাঢ়ী দুচোখের জন্য,
শুভ্র এ জীবনে তোমারি মেঘমন্দ্র চূর্ণ করলো প্রেয়সী আমারি সহস্র বছর ধরে ফোটা প্রেমরাঞ্জী।
বিরহের মেঘাবৃত জ্বীর্নপ্রেম তোমারই স্মরণে আজি বেদনার পল্বল।
নিশি কালো রজনীর একাকীত্ব সময়, কুড়ে কুড়ে খাচ্ছে এই রক্ত মাংসের প্রাণহীন দিব্যকান্তি দেহ।
তাই
হৃদয় সিঁথির লাল সিঁদুরে অসমাপ্ত প্রেমকাব্য, চোখের দু ফোঁটা অশ্রু মিশ্রিত কাজল করে
রেখে দিলাম আমি হীনা তোমার ডায়েরির শেষ পাতায়……
ভালো থেকো প্রিয় প্রেম বারীন্দ্রের স্নিগ্ধ বারি ধারায়_________?!